ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিক্যাবের সভাপতি হলেন মন্টি, সাধারণ সম্পাদক পান্থ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ডিক্যাবের সভাপতি হলেন মন্টি, সাধারণ সম্পাদক পান্থ আঙ্গুর নাহার মন্টি ও পান্থ রহমান

ঢাকা: আগামী এক বছরের (২০১৬) জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হলেন আঙ্গুর নাহার মন্টি।

তিনি  দৈনিক ভোরের কাগজের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কর্মরত।

একইসঙ্গে চ্যানেল আইয়ের কূটনৈতিক প্রতিবেদক পান্থ রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভার পর রাজধানীর হেরিটেজ রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

২০১৬ সালের জন্য ডিক্যাবের ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে সালাম জুবায়ের (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝুমুর বারী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ পদে একেএম মঈনউদ্দিন (ইউএনবি) ও দফতর সম্পাদক পদে মাহফুজুর রহমান মিশু (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- ইশরাত জাহান ঊর্মি (এটিএন নিউজ), রবিউল হক (মানবকণ্ঠ), মিজানুর রহমান (দৈনিক মানবজমিন), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪.কম) এবং তাসনিম মহসিন (দৈনিক বণিক বার্তা)।

কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে ডিক্যাবের বিদায়ী কমিটির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৫ সালের সাধারণ সম্পাদক বশীর আহমেদ ও কোষাধ্যক্ষ রবিউল হক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন এবং অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম ও নিজামুদ্দিন আহমেদ।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ডিক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেপি/আরআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।