ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবী থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পল্লবী থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: পল্লবী এলাকার একটি বাসার বাথরুম থেকে শাহাদাত হোসেন (৫৮) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।



শাহাদত হোসেন পল্লবী ডিওএসইইচ এভিনিউ ১১, বাড়ি নং ১২১৬, নীলতলার বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দাদন ফকির বাংলনিউজকে জানান, পল্লবী থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তিনি কীভাবে মারা গিয়েছেন তা ময়নাতদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এজেডএস/এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।