ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিকেলে সংলাপে আসছেন টিউলিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিকেলে সংলাপে আসছেন টিউলিপ

ঢাকা: ওয়েস্টমিনিস্টার হওয়ার পথের অভিজ্ঞতাগুলো জানাতে রাজি হয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।
 
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘লেট’স টক উইথ টিউলিপ সিদ্দিক: ‘রোড টু ওয়েস্ট মিনিস্টার’ শিরোনামে একটি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সংলাপটির আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
 
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, তরুণ নেতা, বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলাপ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ।
 
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের বেলা ২টা থেকে রেজিস্ট্রেশন সেরে নিতে হবে। কারণ, প্রধান অতিথি আসার আগেই (বেলা ৩টার মধ্যে) মূল ফটক বন্ধ হযে যাবে।
 
তাই সবাইকে সময়মতো আসতে এবং তার আগে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
 
কিছু জানার থাকলে +88029111260  নম্বরে যোগাযোগ করা যাবে।
 
বিড়ম্বনা এড়াতে অনুষ্ঠানে আসার সময় আমন্ত্রণের মেইলের একটি প্রিন্ট কপি নিয়ে আসতেও অনুরোধ করেছেন আয়োজকরা।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।