ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেলিটকের এমডি নিয়োগে বিজ্ঞপ্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ডিসেম্বর ৩০, ২০১৫
টেলিটকের এমডি নিয়োগে বিজ্ঞপ্তি

ঢাকা: রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।

প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেতে প্রার্থীর যোগ্যতা ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।



আর টেলিকম সেক্টরে ন্যূনতম ২০ বছর কাজ করার পাশাপাশি থাকতে হবে ৫ বছর ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা।

সাড়ে সাতশ’ কর্মকর্তা-কর্মচারী নিয়ে টেলিটকের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বুধবার (৩০ ডিসেম্বর) ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দীর্ঘ দিন ধরে লোকসানে থাকা টেলিটককে ‘নিজের পায়ে দাঁড়াতে’ উদ্যোগ নেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এর ধারাবাহিকতায় এমডি নিয়োগের এই প্রক্রিয়া। কর্মকর্তাদের নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

নিয়োগ বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক, করপোরেট পরিকল্পনা, ব্যবসার উন্নয়ন এবং কোম্পানির অন্যান্য নীতিমালা দেখভাল করবেন এমডি। কারিগরি, আর্থিক বিষয়াদি ছাড়াও উন্নয়ন সহযোগিদের সঙ্গে নোগোশিয়েশন করার দায়িত্ব পালন করতে হবে তাকে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব ইঞ্জিনিয়ার শেখ রিয়াজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের মধ্যে শর্ট লিস্ট তৈরি করে ইন্টারভিউ’র জন্য ডাকা হবে।

ইনিশিয়ালি ২ বছর চাকরির পরবর্তীতে পলিসি অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ধরা হয়েছে ৫৫ থেকে সর্বোচ্চ ৬৫ বছর।

কোম্পানির পে-স্ট্রাকচার অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এমডি পদের জন্য আগামী বছরের ২৬ জানুয়ারির মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।