ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ফেনীতে অস্ত্রসহ আটক ৪

ফেনী: ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা৷

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের মোহাম্মদ আলী ও বারাহীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়৷

আটক ব্যক্তিরা হলেন-মো. এমরান (২৬), সুমন (২৪), মীর হোসেন (৩০) ও দুলাল (৩০)৷

র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শহরের বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এমরান নামে এক যুবককে আটক করা হয়৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

অপরদিকে, বুধবার দিনগত রাতে ফেনী সদর এলাকার মোহাম্মদ আলী থেকে সুমন, মীর হোসেন ও দুলালকে ২টি বিদেশি পিস্তলসহ আটক করা হয়৷

এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।