ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, জানুয়ারি ১, ২০১৬
শার্শায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তলসহ ইয়াসিন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) ভোর ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের মিম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার ইসলামপুর গ্রামের ফজলু রহমানের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে ইয়াসিন অস্ত্র নিয়ে মহাসড়কের ধারে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে অপেক্ষা করছে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে এর আগেও অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।