ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
গোবিন্দগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জয়নাল আবেদীন জাহিন (৭) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রানা মিয়া (১৮) নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।



রোববার (৩ জানুয়ারি) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সৌন্দইল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জাহিন উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ছপের আলীর ছেলে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

আটক রানা মিয়া উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বাংলানিউজকে জানান, ১ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করে একই গ্রামের রানা, রফিকুল, বেলাল, মনির ও ইউসুব।   পরদিন শিশুটির বাবা ছপের আলী গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

গোপন খবর পেয়ে রোববার সকালে সৌন্দইল গ্রামে আরডিআরএস (এনজিও) অফিসের সামনে থেকে অপহৃত জয়নাল আবেদীন জাহিনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্য রানা মিয়াকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।