ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বাগেরহাটে মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাগেরহাটে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকালে বাগেরহাটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।



জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে এসব কার্যক্রম বাস্তবায়ন হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় এক আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমুল হক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়াত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।