ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।



শুক্রবার (০৮ জানুয়ারি ) দিনগত রাত ১২টা ২০ মিনিটে এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৩টি দোকান পুড়ে গেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল।

তিনি বলেন, তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শট সার্কিট অথবা গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভজন কুমার সরকার বাংলানিউজকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান।

** মিরপুরে ঝুটপট্টিতে আগুন

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমআইএইচ /এজেডএস/ওএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।