ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সাভারে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভার থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার জলপাই বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। নিহত নারীর শরীরে ধারালো সস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পরে দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে যায়।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।