ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পথশিশুরাও মাতলো বই উৎসবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
কক্সবাজারে পথশিশুরাও মাতলো বই উৎসবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: নয় বছরের প্রিয়ামণি।   ফুটফুটে ওই শিশু পেটের দায়ে কক্সবাজার সমুদ্রসৈকতে ঝিনুক কুড়াতো।

  তাই অভাবের তাড়নায় কখনো স্কুলে যাওয়া হয়নি তার।   কিন্তু  এবারের চিত্র ভিন্ন।   বছরের প্রথম দিনে কক্সবাজারের দুইশ পথশিশু নতুন বই পেয়েছে।   যাদের মধ্যে প্রিয়ামণিও ছিল।   

কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় এসব পথশিশু নতুন বই পেল।   নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা ছিল শিশুরা।   কেন্দ্রের ২০০ বালক -বালিকা প্রাকপ্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বই পেয়েছে।

কক্সবাজার শহরের খুরুশকূল সড়কের আনাস ভিলা বালিকা ও দক্ষিণ রুমালিয়ারছড়া সোনালি ভবনে বালক পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের এসব বই দেওয়া হয়।   পুনর্বাসন কেন্দ্রেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় খুরুশকূলের বালিকা পুনর্বাসন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়। পুর্নবাসন কেন্দ্রে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম ছিদ্দীকুর রহমান।   বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্য‍ালয়ের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬ ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।