ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাস চাপায় মোটর সাইকেলের ৩ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
রাজশাহীতে বাস চাপায় মোটর সাইকেলের ৩ আরোহী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বাসের চাপায় মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- মহানগরীর মালদা কলোনি এলাকার মোটর ইঞ্জিন মিস্ত্রি বাচ্চু (৩৫) ও সহকারী এরশাদ (২৫)। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী অটো চালক মিজান জানান, নওগাঁ থেকে রাজশাহী আসা একটি যাত্রীবাহী বাস মহানগরীর প্রবেশমুখে স্টেডিয়াম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সামনে থেকে চাপা দেয়।
 
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক বাচ্চু মারা যান। এসময় স্থানীয় লোকজন মোটর সাইকেল আরোহী এরশাদ ও অপরজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ ও অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়ে বলে জানান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।