ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় হামছায়াপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় নয়ন (২২) নামের এক যুবকের পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে।


 
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  
 
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তিনটি বসতবাড়ির প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
স্থানীয়রা জানান, রাতের খাবার খেতে গ্যাসের চুলায় ডিম ভাজি করছিলেন নয়ন। এমন সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ নয়নের পা ও শরীরের বেশ কিছু অংশ আগুনে ঝলছে যায়। পাশাপাশি আগুন পাশে থাকা ফকির ও আব্দুল হালিমের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
 
এতে এসব বসতবাড়ির ফ্রিজ, ফ্যান, আলমারি, চেয়ার, টেবিল, খাট, কাপড়সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহিদুল বাংলানিউজকে বিষয়টি জানান।
 
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।