ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত ছবি : প্রতীকী

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বাবলু মণ্ডল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



বাবলু মণ্ডল পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পার্বতীপুর শহরের নতুন বাজার চুরি পট্টিতে তার হরেক মালের হোলসেল (পাইকারি) দোকান রয়েছে।

জানা গেছে, বাবলু মণ্ডল সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি মোটরসাইকেলে শহরে দোকানে যাচ্ছিলেন। পথে পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের সুন্দরীপাড়া রেলগেট মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই)আব্দুল হামিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।