ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ’তে ইংরেজি নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বিএসএমএমইউ’তে ইংরেজি নববর্ষ উদযাপন

ঢাকা: নতুন উদ্দীপনায় এগিয়ে চলার শপথ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এতে সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া।

প্যাথলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কামাল, অধ্যাপক ডা. তামান্না চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।