ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ রেল সড়কে অতিথপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন গাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।



দেলোয়ার হোসেন বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামের মৃত কিতাব আলী খানের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন বাংলানিউজকে বলেন, নিহত দেলোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৩,২০১৬/আপডেট ১১৫৭ ঘণ্টা
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।