ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রাজশাহীতে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

রাজশাহী: মহানগরীর রাজপাড়া থানা এলাকার কাশিয়াডাঙ্গায় ভটভটি-ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিরাজুদৌলা (৫৫)  নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন ৪ জন।



রোববার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-কাঁকনহাট সড়কের কাশিয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সিরাজুদৌলার বাড়ি কাঁকনহাট মারইল পাড়ায়।

আহতরা হলেন- কাঁকনহাটের মসলেম উদ্দিন (৪২), বুলবুল হোসেন (৩৫), তাহের আলী (৩৫) ও অটোরিকশা চালক নগরীর পাঠানপাড়ার আরিফুল ইসলাম (৪৫)।

বাংলানিউজকে বিষটি নিশ্চিত করেন- রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
 
তিনি বলেন, যাত্রী নিয়ে অটোরিকশা কাঁকনহাট যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই শ্যলো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজুদ্দৌলা। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভটভটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।