ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিইউপিতে ওপেনিং কনভোকেশন-ফ্রেশার্স রিসিপশন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বিইউপিতে ওপেনিং কনভোকেশন-ফ্রেশার্স রিসিপশন্স অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর (বিইউপি) ২০১৬ শিক্ষাবর্ষের “ওপেনিং কনভোকেশন অ্যান্ড ফ্রেশার্স রিসিপশন্স” অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) মিরপুর সেনানিবাসে বিইউপি’র ক্যাম্পাসে প্রতিষ্ঠানের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৬ শিক্ষাবর্ষের উদ্বোধন ঘোষণা করেন।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপি’র রেজিস্ট্রার ব্রি. জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী সুরানা তৌহিদ বক্তব্য রাখেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, ডিন, ফ্যাকাল্টি মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।