ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে বাস খাদে পড়ে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
চিরিরবন্দরে বাস খাদে পড়ে আহত ২০

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রাণীরবন্দর-ভূষিরবন্দর এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।



চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রংপুর থেকে যাত্রী নিয়ে ওই বাসটি দিনাজপুর যাচ্ছিল। পথে রাণীরবন্দর-ভূষিরবন্দরের মধ্যবর্তী এলাকায় এলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে ২০ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।