ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে বাল্যবিয়ের আয়োজন, কনে-বরের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আশুগঞ্জে বাল্যবিয়ের আয়োজন, কনে-বরের বাবার কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনে ও বরের বাবার কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসি আক্তার এ বিয়ে বন্ধের ব্যবস্থা করেন এবং তাদের কারাদণ্ডাদেশ দেন।

 

অভিযানের সময় উপস্থিত আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, সিমনার গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আবদুল্লাহর সঙ্গে পাশের গ্রাম ভবানীপুরের সফিউল্লাহ মিয়ার মেয়ে রিনার বিয়ের সিদ্ধান্ত নেয় তার পরিবার।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসি আক্তার রোববার দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কনের বাবা সফিউল্লাহ ও বরের বাবা খোরশেদ মিয়াকে পাঁচ দিন করে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।