ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মাদকবিরোধী র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
কিশোরগঞ্জে মাদকবিরোধী র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‌্যালিতে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।