ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওহাটা পৌরসভার সাবেক মেয়রের মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নওহাটা পৌরসভার সাবেক মেয়রের মৃত্যুবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবদুল গফুর সরকারের ১ম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে রোববার (০৩ জানুয়ারি)।

এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



বিকেলে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আবদুল গফুরের ছেলে ফয়সাল কবীর রুনুর সভাপতিত্বে ও পবা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদের পরিচালনায় দেয়া ও মিলাদ মাহফিল হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী মহনগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, জেলা আওয়ামী লীগ নেতা মনসুর রহমান, অধ্যাপক সামছুজ্জামান, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, জেলা যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী মোজাম্মেল হক, নওহাটা পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এসএস/জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।