ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘সিসমিক জোনে অবস্থান করায় মাঝে মাঝেই ভূমিকম্প’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
‘সিসমিক জোনে অবস্থান করায় মাঝে মাঝেই ভূমিকম্প’ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বাংলাদেশ সিসমিক জোনে (ভূমিকম্পপ্রবণ অঞ্চল) অবস্থান করছে, যে কারণে এ অঞ্চলে মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে বলে জানালেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ের চার নম্বর ভবনের দোতালার সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।



মায়া বলেন, এ অঞ্চলে মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে। এজন্য আমাদের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় করণীয় জানা থাকা দরকার। তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হবে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, অগ্নিকাণ্ড, ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এ দেশের নিত্যসঙ্গী। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশ বর্হিবিশ্বে রোল মডেল হলেও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগের ঝুঁকিহ্রাস ও প্রস্তুতির জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মায়া বলেন, প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ রোধ করা সম্ভব নয়। তবে ব্যাপক পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়।

দেশের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে বলেও তিনি জানান।

সভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক নিয়াজ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫/আপডেট: ১৮০৮ ঘণ্টা
এসএস/টিআই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।