ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
গাইবান্ধায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ১৯

গাইবান্ধা: চলমান বিশেষ অভিযানে গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।



গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়ারা নাশকতাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এরমধ্যে একজনকে জেলার সুন্দরগঞ্জ ও বাকি পাঁচজনকে পলাশবাড়ি উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, পলাশবাড়ীতে গ্রেফতার ৫ জনের মধ্যে পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির কাইয়ুম (৪৫) রয়েছেন।

কাইয়ুম সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসের উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।