ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বাঘায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আড়ানী রেলস্টেশন থেকে ২শ’ গজ পূর্বে এ ঘটনা ঘটে।



বাঘার আড়ানী রেলস্টেশনের ওয়েম্যান আবু হায়দার জাহান জানান, সকালে স্টেশনের পূর্বদিকে ওই বৃদ্ধের ট্রেনে কাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়নাতদন্তের জন্য বিকেলে তার মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো পাঠানোর কথা রয়েছে।

নিহত বৃদ্ধের দেহের গড়ন ফর্সা, পাঁচফুট লম্বা ও মুখে সাদা দাড়ি আছে। পরনে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির ভিতরে কালো সোয়েটার, ওপরে নীল হাফ সোয়েটার, শালের চাদর, সাদা লুঙ্গি, হাতে তজবিহ ও মাথায় দু’টি টুপি ছিলো।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।