ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফেনীতে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন ফেনী সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে ফেনী সরকারি কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও ফেনী সরকারি কলেজ প্রগতিশীল ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব সোলায়মান হাজারী ডালিম, ছাত্র ফেডারেশন নেতা তপন চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।