ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মিমি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
দিনাজপুরে মিমি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দিনাজপুর: দিনাজপুরের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু মাহফুজা আক্তার মিমির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের ডায়াবেটিক্স মোড়ে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ মানববন্ধন হয়।



এতে শিশু মিমির স্কুল ইসলামী রিচার্স সেন্টারের শিক্ষার্থীরা ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ ৫টি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়ব আলী দুলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, মিমির বাবা মাহবুব আলম, মা শিউলি বেগম, এলাকাবাসী শহিদুল ইসলাম, মমিনুল, ইমি আমিন, শেখ আজবির, আহমেদ মন্ডল প্রমুখ।

গত ২৭ ডিসেম্বর প্রথম শ্রেণি পড়ুয়া মিমিকে অপহরণ করে দুর্বৃত্তরা। ৫ দিন পর ১ জানুয়ারি সকালে দিনাজপুর উপশহরের একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।