ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কম্বল পেলো ২শ গরিব শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ঝিনাইদহে কম্বল পেলো ২শ গরিব শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুরে দুইশ গরিব ও দুস্থ শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়েছে।

আরাপপুরে কিন্ডার গার্টেন প্রি-ক্যাডেট স্কুলে স্থানীয় ‘যুব কিশোর উন্নয়ন পরিষদ’ নামে এক সংগঠন পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করে।



বুধবার (৬ জুনায়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুব কিশোর উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আলী কানুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররুম, জোড়াদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, অধ্যক্ষ বাদশা আলম ও সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ডাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।