ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদ হোসেন (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সে সাইকেল আরোহী ছিল।



বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী নওদাপাড়া বড় বনগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে।

নিহত মাসুদ নওদাপাড়া এলাকার বশিরাবাদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান,  ট্রাকটি কাশিয়াডাঙ্গার দিক থেকে সিটি বাইপাস রোড হয়ে বেলপুকুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে মাসুদ নওদাপাড়া বাজার থেকে কেনাকাটা করে সাইকেলযোগে বাড়িতে ফিরছিল।

এ সময় দ্রুতগামী ট্রাকটি মাসুদকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।