ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে বাংলাদেশ-সৌদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে বাংলাদেশ-সৌদি

ঢাকা: অর্থপূর্ণ সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে একজোট হয়ে লড়াই করবে বাংলাদেশ।

বুধবার (৬ জানুয়ারি) সৌদি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী রিয়াদে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠকে ঢাকার এ দৃঢ় অবস্থানের কথা জানান।



পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথম দিনের বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৈঠকে উভয় মন্ত্রী দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয়ের পর্যালোচনা করেন। একইসঙ্গে জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সহযোগিতার বিষয়টিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম, জেদ্দার কনসাল জেনারেল শহিদুল করিম, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আসিফ রহমান। এছাড়া, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের উপ-মন্ত্রীরাও এসময় উপস্থিত ছিলেন।

আল জুবেইরের আনুষ্ঠানিক আমন্ত্রণে গত মঙ্গলবার (৫ জানুয়ারি) তিন দিনের সফরে যান মাহমুদ আলী। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি মহাসচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সৌদি বাদশাহ সালমানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি চলতি বছরের মার্চ ও মে মাসের মধ্যে দেশটিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তাব করেন।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বহু বছর ধরেই চমৎকার সম্পর্ক বিদ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্ভ্যথনা জানাতে বাদশাহ সালমান আনন্দিত হবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও কৃষির ওপর সহযোগিতার বিষয়ে কাজ করতে উভয় মন্ত্রী একমত হন, যেন সফরের সময় এ সংক্রান্ত চুক্তিগুলো স্বাক্ষর করা সম্ভব হয়। প্রধানমন্ত্রীর সফরের সময় ‘ফরেইন অফিস কনসাল্টেশনে’র (এফওসি) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও চূড়ান্ত করেন মন্ত্রীদ্বয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে সৌদি আরবে বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন আল-জুবেইর। তারা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করেন তিনি। আল-জুবেইর ডাক্তার ও নার্সসহ বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক নিয়োগে আরও সহযোগিতার বিষয়ে রাজি হন।

এ বিষয়ে উভয় মন্ত্রী একমত হন যে, বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের ভবিষ্যতে নিয়োগের বিষয়ে মেডিকেল ডিগ্রি ও অন্যান্য সুবিধা পরিদর্শনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল বাংলাদেশ সফর করবে।

সম্প্রতি অনুষ্ঠিত উভয় দেশের ‘জয়েন্ট কমিশন’ বৈঠক ও সেখানে নেওয়া সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে মাহমুদ আলী বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে আল-জুবেইরকে সংক্ষেপে অবহিত করেন। এছাড়া, দক্ষ শ্রমিক ও সৌদি আরবে সম্ভাব্য রপ্তানির জন্য তৈরি পোশাক, ওষুধ সামগ্রীসহ বিশ্বমানের রফতানি পণ্যের বর্ণনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার অনুরোধে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বিজনেস ভিসা ইস্যু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেন আল-জুবেইর। এসময় সৌদি আরবে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার বিষয়েও একমত হন উভয় মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
জেপি/জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।