ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
পল্লবীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্লবীতে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে পল্লবীর ৪নং ওয়াবদা কলোনির ১০নং সেকশনের এ ব্লকের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন মৃত ইয়াসিন আলীর ছেলে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে ঝগড়া করে দেলোয়ারের স্ত্রী তার বাবার চলে যান। এ কারণে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা‍ করা হচ্ছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এজেডএস/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।