ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাহবুব হোসেনের জানাজা শুক্রবার বাদ জুমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মাহবুব হোসেনের জানাজা শুক্রবার বাদ জুমা অধ্যাপক ড. মাহবুব হোসেন

ঢাকা: অর্থনীতিবিদ, কৃষি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মাহবুব হোসেনের নামাজে জানাজা শুক্রবার (০৮ জানুয়ারি) বাদ জুমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।



বার্তায় আরও জানানো হয়, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহবুব হোসেনের মরদেহ এসে পৌঁছাবে। সেখান থেকে তার মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জুমা অনুষ্ঠিত হবে মরহুমের নামাজে জানাজা।

জানাজায় অংশ নেওয়ার জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হবে।  
 
মাহবুব হোসেন রোববার (০৩ জানুয়ারি) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।