ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

শুক্রবার বিকেলে শাহবাগে গণসমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শুক্রবার বিকেলে শাহবাগে গণসমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর শাহবাগে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে গণসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। ইসলামাবাদে বাংলাদেশের কূটনীতিক প্রত্যাহারের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।



বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের কূটনীতিক প্রত্যাহারের প্রতিবাদে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে গণসমাবেশ করা হবে।

এতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান ডা. ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।