ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ঝিনাইদহে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক খুন ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহে ছুরিকাঘাত করে ছমিরউদ্দিন খাজা(৮০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে এ ঘটনা ঘটে।

  ছমিরউদ্দিন গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ছমিরউদ্দিন বেলেখাল বাজারে তার হোমিওপ্যাথি ওষুধের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যান। পরে বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।