ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বাপ্পী হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
খুলনায় বাপ্পী হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

খুলনা: যশোর জেলা প্রজন্ম লীগের প্রচার সম্পাদক ও ইট-বালু ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পী হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ২ জন আসামি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, জাহাঙ্গীর ও তার ছেলে সোহান এবং নাহিদ আলম নয়ন। তারা যশোরের ডালমিল মোড় ও রেলগেট এলাকার বাসিন্দা।

খালাস পাওয়া আসামিরা হলেন- একরামুল ইসলাম চৌধুরী ও শামীম চৌধুরী।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল খুলনার বিচারক (জেলা জজ) এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল হক বাংলানিউজকে জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১১ মার্চ দুপুরে যশোরের ডালমিল মোড় চাঁচড়া নাসিমের চায়ের দোকানের গলির মধ্যে বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে আমিনুর রহমানকে হত্যা করা হয়।

এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা মনির হোসেন মনি বাদী হয়ে ৮ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শোয়েব উদ্দিন আহমেদ তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

মামলার ২০ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।