ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোমতী নদীতে জেলেদের জালে জীবিত শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
গোমতী নদীতে জেলেদের জালে জীবিত শিশু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোমতী নদী থেকে দুই বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাছ ধরার জালে আটকা পড়ার পর শিশুটিকে উদ্ধার করা হয়।



গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুই বছরের শিশুটিকে কে বা কারা গোমতী সেতুর উপর থেকে নদীতে ফেলে চলে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় শিশুটি জালে আটকা পড়ে। জীবিত আছে বুঝতে পেরে জেলেরা শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি জানান, উদ্ধার হওয়া শিশুটি প্রাথমিক চিকিৎসার পর গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের নিঃসন্তান দম্পত্তির হেফাজতে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।