ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বরগুনা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরগুনা: বরগুনা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার(৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ লাইনস ব্যারাকে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক এ শীতবস্ত্র বিতরণ করেন।



এসময় সেখানে উপস্থিত ছিলেন- অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রত্না হালদার, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি আ. মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিজয় বলেন, বরগুনা জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে না বরং জেলার সব ভালো কাজের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। জেলার প্রতিটি মানুষের কাছে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ও সেবাধর্মী প্রশাসনে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় তিনি আরও বলেন, মানুষের সেবাই পুলিশের ধর্ম। তাই সব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে বরগুনার পুলিশ প্রশাসন এক অনন্য নজির স্থাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।