ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইশতিয়াক আহমেদ (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া হয়েছে তার কাছে থাকা ৪০ হাজার টাকা।



বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাত ১১টায় মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত ইশতিয়াকের স্ত্রী সালমা বেগম শুক্রবার (৮ জানুয়ারি) বাংলানিউজকে জানান, গতকাল রাতে মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে রিকশা করে বাসায় ফিরছিলেন ইশতিয়াক। পথিমধ্যে সোহাগ কাউন্টারের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে তারা খিলগাঁও চৌরাস্তার ৭৫২/১-নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে থাকেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

ঘটনা জানিয়ে  ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/জেডএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।