ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইজিবাইকে চাদর পেঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
পিরোজপুরে ইজিবাইকে চাদর পেঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ছাদিয়া (৩৮) নামে এক যাত্রী মারা গেছেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার দূর্গাপুর এলাকার মোল্লাবাড়ীতে এ ঘটনা ঘটে।



ছাদিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীরামকাঠী এলাকা থেকে পিরোজপুর আসার পথে দূর্গাপুর মোল্লাবাড়ী এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই যাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই ওই ‍নারীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।