ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোর স্টেডিয়ামে দুই টিকিট কালোবাজারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
যশোর স্টেডিয়ামে দুই টিকিট কালোবাজারি আটক ছবি: প্রতীকী

যশোর: যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকেট কালোবাজারির অভিযোগে রনি ও সুজন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক সুজন স্টেডিয়াম এলাকার একটি কনফেকশনারির মালিক এবং রনি একই এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে বলেন, ওই দুই যুবকের কাছে ২০০টি করে দুই বান্ডেল টিকেট ছিল। তবে এক বান্ডেল টিকেটে লোগো নেই বলে ওই টিকেটগুলো জাল বলেও সন্দেহ করা হচ্ছে। তাদের থানায় আটক রাখা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।