ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নৃত্য ছন্দমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বগুড়ায় নৃত্য ছন্দমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নান্দনিক নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে নৃত্য ছন্দম আর্টস একাডেমির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
 
শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে নৃত্য ছন্দম আর্টস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়।


 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল।
 
সংগঠনের সভাপতি সৈয়দ আশিক হোসেন ফারুকের সভাপতিত্ব ও রায়হানা তাবাসসুম উত্তমার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন- বগুড়া পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও মানবাধিকারকর্মী মুহা. আনোয়ারুল ইসলাম বাচ্চু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, রানার গ্রুপের পরিচালক মো. সাইরুল ইসলাম, বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু ওবায়দুল হাসান ববি, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ।
 
শেষে সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।