ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে সালিশ বৈঠকে হামলায় আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সিলেটে সালিশ বৈঠকে হামলায় আহত ৬

সিলেট: সিলেটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর দক্ষিণ সুরমা কুচাই তৈয়বকামাল গ্রামে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- তৈয়বকামাল গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুম (২৪), নাজিম উদ্দিনের ছেলে মহিন (১৯) ও পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের নাজিম মিয়ার ছেলে শাহান মিয়া (৩২)।
স্থানীয়রা জানান, তৈয়বকামাল গ্রামে একটি শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় আশরাফ মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় অভিযুক্ত পক্ষের কুতুব উদ্দিন ও রফিক উদ্দিনের নেতৃত্বে ধারালো অস্ত্রসহ সন্ত্রাসীরা হামলা করে। এতে ছয়জন আহত হন।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।