ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজতেমায় আরেকজনের মৃত্যু, মোট দাঁড়াল চারজনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ইজতেমায় আরেকজনের মৃত্যু, মোট দাঁড়াল চারজনে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

গাজীপুর: টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আবুল কালাম আজাদ (৬০) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ধাপে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।



শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল কালাম আজাদের। তিনি নোয়াখালীর সুন্দরপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাতে আজাদ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে মৃত্যুবরণ করা বাকি তিনজনের দু’জনও বুকে ব্যথা অনুভব করেছিলেন। আর অন্যজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।