ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
 
শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বাংলানিউজকে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকায় পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয়পাড়ে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএইচ

** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।