ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পাবনায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

পাবনা: পাবনা সদর উপজেলার মনোহরপুর এলাকায় ট্রাকের চাপায় সুইট (২৪) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।



শনিবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুইট সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের আজমত আলীর ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার রমজান (৬০), এলেকা (৫০) ও রুম্মন (৪৫)। তাদের গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে পাবনা শহরে আসছিলেন সুইট। এসময় ঈশ্বরদীগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে সুইটসহ অটোরিকশার চার যাত্রী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ  হাসপাতালে নিলে চিকিৎসক সুইটকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।