ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে আরো একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে আরো একজনের মৃত্যু

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগ হোসেন (২৬) নামে এক পরিবহন শ্রমিক মারা গেছেন।

শনিবার (০৯ জানুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বগুড়া জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান।



সোহাগ নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় সিএনজি চালিত অটোরিকসা শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

গাজিউর জানান, শুক্রবার (০৮ জানুয়ারি) সান্তাহারে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে ককটেলের আঘাতে সোহাগ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তিনি মারা যান।

এদিকে শুক্রবার দুপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমথর্কদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ালো।   

এর আগে এ ঘটনায় শ্রমিক লীগ কর্মী শফিকুল ইসলাম (৩২) নিহত হন। শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজার ভাই।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/আরআই

** আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।