ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কেক কেটে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নারায়ণগঞ্জে কেক কেটে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেক কেটে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের জেলা কমিটির সভাপতি চন্দন শীলের সভাপতিত্ব ও জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফউল্লাহ বাদল, সেক্রেটারি এম শওকত আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি গোপীনাথ দাস, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি তাপস সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।