ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় সড়ক দ‍ুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১২ জানুয়ারি) বিকেলে দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পথচারী আলামিন বাংলানিউজকে জানান, দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় একটি বাস উল্টে গেলে আবদুল লতিফ ও ১২ বছরের এক শিশু গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অজ্ঞাত পরিচয়ে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল লতিফের ভাতিজা নজরুল ইসলাম জানান, উন্নত চিকিৎসার জন্য লতিফকে রাজধানীর শমরিতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল বলে পুলিশ জানায়।

পুলিশের ‍এএসআই সেন্টু বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এজেডএস/এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।