ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিল চূড়ান্ত

সরকারি কর্মচারীদের আত্তীকরণে পিএসসির পরামর্শ লাগবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সরকারি কর্মচারীদের আত্তীকরণে পিএসসির পরামর্শ লাগবে না

ঢাকা: সরকারি কর্মচারীদের আত্তীকরণের ক্ষেত্রে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সঙ্গে সরকারকে আর পরামর্শ করতে হবে না। আইনের অধীনে জারি করা সরকারের কোনো আদেশের বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।



এমন বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত ‘উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল ২০১৫’ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রিপোর্টটি চূড়ান্ত করা হয়।
 
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশ নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদের গত বছরের শেষ অধিবেশনে (অষ্টম) উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে ফরমানের মাধ্যমে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে এ বিলটি উত্থাপন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
 
বৈঠকে উপজেলা পর্যায়ে বেতন-ভাতার বিষয়ে প্রকৃচির সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তার একটি সন্তোষজনক সমাধান করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।