ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল শাখার আয়োজনে নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।



উদ্বোধন শেষে নগরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

এর পরপরই অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল সনাকের সভাপতি এম মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন।

দুইদিনের তথ্য মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।